ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের ৬ষ্ঠ দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:
সিনেমা
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে দেখা যাবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ।
টেলিফিল্ম
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ঈদের সেমাই’। রচনা মারুফ হোসেন সজীব, পরিচালনায় মোহন আহমেদ। অভিনয়ে তৌসিফ, আইরিন আজাদ, অনিক, অন্ত করিম, আশরাফুল সোহাগ প্রমুখ।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘মিথ্যা তুমি সত্য তুমি’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ।
নাটক
নাটক ‘মাস্টারমাইন্ড’। গল্প ইবনে হাসান খান ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, আশনা হাবিব ভাবনা প্রমুখ। প্রচার হবে ঈদের রাত ৭টা ৩০ মিনিটে।
এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘মায়ার হাতছানি’। রচনা মিজানুর রহমান ও পরিচালনা এল আর সোহেল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, এস এন জনি, সাদিয়া আয়মান প্রমুখ।
‘ছোট কাকু’র ৮ পর্বের সিরিজ
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।









