ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ ইংলিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ডের ঘরের মাঠ ব্রামল লেনে স্বাগতিকেরা ব্রিস্টল সিটিকে হারিয়েছে ৩-০ গোলে। দুই লেগ মিলে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে মূল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে উঠার লড়াইয়ে নামবে শেফিল্ড।
ফাইনালে শেফিল্ডের মুখোমুখি হতে পারে স্যান্ডারল্যান্ড অথবা কভেন্ট্রি সিটির বিপক্ষে। ২৪ মে ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বেলিতে। ফাইনালের জয়ী দল ইংলিশ প্রিমিয়ার লিগে ২০তম দল হিসেবে খেলার সুযোগ পাবে। তার আগে মঙ্গলবার স্যান্ডারল্যান্ড ও কভেন্ট্রির সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে।
ঘরের মাঠে ৪১ মিনিটে শেফিল্ডকে এগিয়ে দেন কিফার মুর, ৫২ গোল দ্বিগুণ করেন গুস্তাভো হ্যামার এবং ৮৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন কালাম ওহ্যারে। দুই লেগ মিলে ৬-০ গোলের বিশাল ব্যবধানে ফাইনালে পা রাখে স্বাগতিকেরা।
হামজার শেফিল্ড ইংল্যান্ডের প্রথম সারির লিগ ইপিএলে সরাসরি খেলার সুযোগ হারায় শেষের পাঁচ ম্যাচের তিনটিতে পয়েন্ট হারিয়ে। দুটিতে হেরে এবং একটিতে ড্র করে তিনে শেষ করে চ্যাম্পিয়নশিপের মূল আসর। প্রথম ও দ্বিতীয় হয়ে আসর শেষ করে লিডস ইউনাইটেড ও বার্নলি। তারা এ মৌসুমে সরাসরি ইপিএলে খেলার টিকিট পায়।
পরে প্লে-অফ খেলতে নামে দলটি। দুই লেগের সেমিফাইনালের দুটিতেই জয় পায় লেস্টার সিটি থেকে ধারে খেলতে যাওয়া হামজার শেফিল্ড।









