বদলে যাওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথমপর্ব হয়েছে লিগ পদ্ধতিতে। ৩৬ দলের মধ্যে শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। বাকি ৮ দল নির্ধারণ করতে ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল খেলেছে দুই লেগের প্লে-অফ। দুই লেগের ফলে এগিয়ে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। প্লে-অফ পর্ব শেষে ঠিক হয়ে গেছে নক আউটের ১৬ দল।
নতুন কাঠামোয় এবারের আসরে প্রথমপর্ব শেষে সেরা আটে থাকতে পারেনি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসের মতো জায়ান্টরা। খেলতে হয়েছে প্লে-অফের অতিরিক্ত দুই ম্যাচ। সেখান থেকে বিদায় নিয়েছে এক মৌসুম আগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
দুটি অঘটনে শেষ হয়েছে প্লে-অফ পর্ব। দুই ম্যাচে দুই ডাচ ক্লাব ফেইনুর্দ ও পিএসভি আইন্দোহভেনের কাছে হেরে বিদায় নিয়েছে ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও জুভেন্টাস।
৩৬ দল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নক আউটে যাওয়া দল- লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা। প্লে-অফ খেলে তাদের যোগ দেয়া বাকি আট দল- রিয়াল মাদ্রিদ, পিএসজি, ক্লাব ব্রুগে, পিএসভি আইন্দোহভেন, ফেইনুর্দ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড ও বেনফিকা।
রাউন্ড অব সিক্সটিনে কে কার প্রতিপক্ষ সেটি নির্ধারণ হবে শুক্রবার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায় হবে ড্র। প্রতি দলকে টেবিলে স্থান অনুযায়ী জোড়া বানানো হয়েছে এবং আলাদা ব্র্যাকেটে রাখা হয়েছে, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে।
মার্চের ৪-৫ মার্চ রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের পর ১১-১২ মার্চ হবে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালের দুই লেগ হবে যথাক্রমে ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল, ২৯-৩০ সেমিফাইনালের প্রথম লেগের পর ফিরতি লেগ হবে ৬-৭ মে। জার্মানির মিউনিখে ৩১মে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
এক নজরে দেখে নেয়া যাক সেরা ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ
পিএসজি-লিভারপুল/ বার্সেলোনা
ক্লাব ব্রুগে-লিল/ অ্যাস্টন ভিলা
রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ/বেয়ার লেভারকুসেন
পিএসভি আইন্দোহভেন-আর্সেনাল/ ইন্টার মিলান
ফেইনুর্দ-আর্সেনাল/ ইন্টার মিলান
বায়ার্ন মিউনিখ-অ্যাটলেটিকো মাদ্রিদ/লেভারকুসেন
বরুশিয়া ডর্টমুন্ড-লিল/অ্যাস্টন ভিলা
বেনফিকা-লিভারপুল/ বার্সেলোনা
শীর্ষ আট দল দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে এবং প্লে-অফ থেকে নকআউট পর্বে ওঠা দলগুলোকে প্রথম লেগ ঘরের মাঠে খেলতে হবে।









