ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রায় শেষ পাকিস্তানের। এখনও কাগজে-কলমে বেশ কিছু পরিসংখ্যান বাকি রয়েছে তাদের। রাত পেরিয়ে পাকিস্তানের বিপক্ষে নামছে অপেক্ষাকৃত কম শক্তির দল কানাডা। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর দলটির লক্ষ্য এখন পাকিস্তানকে হারানো।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বার্বাডোজ বংশোদ্ভূত নিকোলাস কিরটন বলেছেন, ‘প্রথম ম্যাচের ওই অবস্থা থেকে ফিরে আসা দারুণ। বিশ্বাস করেন, এটা সহজ ছিল না। বিশ্বকাপে আমাদের প্রথম জয় পাওয়াটা দারুণ লেগেছে। আশা করছি আমাদের শক্তির জায়গা ধরে রেখে পরবর্তীতে এগিয়ে যেতে পারব। আমাদের পরের লক্ষ্য পাকিস্তান।’
গ্রুপপর্বের দুই ম্যাচে হেরে লেজেগোবরে অবস্থা পাকিস্তানের। প্রথম ম্যাচে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাই হওয়ার পর সুপার ওভারে হারে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের দেয়া অল্পরানের লক্ষ্যও টপকাতে পারেনি দলটি।
অপরদিকে, গ্রুপপর্বের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ গড়লেও শেষ রক্ষা হয়নি কানাডার। স্বাগতিক দলটি সাত উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয়। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭ রান করে কানাডা। ১২ রানে ম্যাচ জিতে বিশ্বকাপে প্রথম জয় তোলে।









