প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইপর্বে টানা দুই জয় তুলে নিলো ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। সেলেসাওদের বিস্ময়বালক এড্রিক ফিলিপের গোলে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয়ের পর এবার দ্বিতীয়টিতে কলম্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে। তাতে দলটি পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে ।
শনিবার ভোরে ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ম্যাচের ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন এড্রিক। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। তবে একাধিক পাল্টা আক্রমণ করলেও ব্রাজিলের শক্তিশালী রক্ষণভাগের কাছে পাত্তাই পায়নি।
১-০তে লিড নিয়ে দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একবার প্রতিপক্ষের জালে বল পাঠায় ব্রাজিলের যুবারা। জন ক্যানিডির লক্ষ্যভেদে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রেমন মেনেজেসের দল।
২০২২ সালের অক্টোবরে পালমেইরাসের মূল দলের হয়ে প্রথম পেশাদার ফুটবলে নাম লেখান সেলেসাওদের বিস্ময়বালক খ্যাত এড্রিক ফিলিপে। মাসদুয়েক পর পান তাক লাগানো এক খবর। বয়স ১৮ হলেই ৬০ মিলিয়ন ইউরোতে ২০২৪ সালের গ্রীষ্ম মৌসুমে হবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।
লাতিন অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে ফুটবল ইভেন্টে খেলার সুযোগ পাবে। এ অঞ্চলের ১০টি দল দুভাগে ভাগ হয়ে অংশ নিচ্ছে বাছাইপর্বে। ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইকুয়েডর। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট দিয়ে দুইয়ে আছে ব্রাজিল।
গ্রুপ ‘বি’-তে আছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, পেরু ও উরুগুয়ে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্রয়ে শুরু করেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। পরের ম্যাচে পেরুর সঙ্গে জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের শীর্ষে রয়েছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ীরা। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে প্যারাগুয়ে।







