ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে ১২তম বিপিএলে গ্রুপপর্বের পর্দা নেমেছে। শেষ ম্যাচে জিতে আসর শেষ করেছে মোহাম্মদ মিটুনের ঢাকা। চট্টগ্রাম শেষ ম্যাচে ৪২ রানে হেরেও টেবিলের দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলবে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাট করা ঢাকা ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রানে থামে। জবাবে চট্টগ্রামের ইনিংস থামে ১২৮ রানে।
ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান সর্বোচ্চ ৪৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। ইনিংসে ৫টি চার ও ৫টি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার জুবাইদ আকবাবী।
চট্টগ্রামের তানভীর ইসলাম ৩টি, শরিফুল ইসলাম ও আমের জামাল ২টি, মুকিদুল ইসলাম ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট নিয়েছেন।
জবাবে শেষ ম্যাচ নিজেদের করতে পারেনি রয়্যালসরা। টেবিলের দুইয়ে থাকা দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন আমের জামাল। ১৯ রান করেছেন হাসান নাওয়াজ এবং কোটি টাকার নাঈম শেখ করেছেন ১৮ রান।
চট্টগ্রামের মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম ও তোফায়েল আহমেদ।







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)

