তিনবার তারিখ পিছিয়ে আগামী ৩০ নভেম্বর হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম। ইতিমধ্যে খেলোয়াড়দের ভিত্তিমূল্য ও ক্যাটাগরি নির্ধারণ করে দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা। নিলামের আগে সরাসরি চুক্তিতে দলও পেয়ে গেছেন কেউ কেউ।
সবার উপরে ‘এ’ ক্যাটাগরি। যাতে আছেন জাতীয় দলের ৬ জন। টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস এই ক্যাটাগরিতে আছেন। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও আছেন, তাকে অবশ্য সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সিলেট টাইটান্স। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, তাকেও সরাসরি চুক্তিতে নিয়েছে রংপুর রাইডার্স। ক্যাটাগরিটি থেকে পেসার তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বাঁহাতি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ এখনও আছেন দল পাওয়া বা নিলামের অপেক্ষায়।
‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ২০ জনকে। যাদের মধ্যে পেসার হাসান মাহমুদ ও ব্যাটার সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে নিয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানকে সরাসরি চুক্তিতে নিয়েছে রংপুর রাইডার্স। স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী এবং স্পিনার তানভীর ইসলামের সাথে সরাসরি চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। ব্যাটার সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটালস এবং স্পিনার নাসুম আহমেদের সাথে সরাসরি চুক্তিতে করে ফেলেছে সিলেট টাইটান্স।
এছাড়া ‘বি’ ক্যাটাগরি থেকে জাতীয় দল সাবেক মাহমুদউল্লাহ রিয়াদ, পেসার শরিফুল ইসলাম, উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, টেস্ট অধিনায়ক-ব্যাটার নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিককে নিলামে বা চুক্তিতে নেয়ার সুযোগ আছে দলগুলোর।
‘সি’ ক্যাটাগরিতে আছেন বেশকিছু জাতীয় দল তারকা। পেসার ইবাদত হোসেন ও নাহিদ রানা আছেন। মাহমুদুল হাসান জয়, তাইজুল ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়ের মতো তারকারাও এই ক্যাটাগরিতে। আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, আকবর আলী, রিপন মন্ডলরাও সি-সদস্য।
বিপিএলে অংশ নেবে ছয় ফ্র্যাঞ্চাইজি- রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। মাঠের লড়াই শুরুর আগে ১৭ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হবে মিরপুরে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯ ডিসেম্বর শুরু হবে ১২তম আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ জানুয়ারি। এ মৌসুমে নতুন ডিজাইনের ট্রফির দেখাও মিলবে।









