সিলেট থেকে: বিপিএলের টিকিট নিয়ে মিরপুরে হুলস্থুল কাণ্ড দেখা গেছে। উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে দিয়েছিলেন একদল টিকিট প্রত্যাশী। তৃতীয় দিনে টিকিট কাউন্টার ভাঙার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল মিরপুরে। পরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার হতাশা দেখা গেছে সমর্থকদের মাঝে। সেটির ভিন্ন চিত্র দেখা গেল সিলেটে। চায়ের শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদিন পর গড়াবে টুর্নামেন্টের পরের ধাপ।
সোমবার থেকে গড়াবে বিপিএল ২০২৫ আসরের সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে টেবিল টপার রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।
দুটি বড় ম্যাচ হওয়ার পরও সিলেটে টিকিট কাউন্টারগুলো ফাঁকা দেখা গেছে রোববার বিকেল পর্যন্ত। সিলেট পর্বে মোট পাঁচটি ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট রাখা হয়েছে।
গ্রিন হিল এরিয়া, পশ্চিম গ্যালারি ও শহীদ আবু সায়েদ স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা, জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। যা মিরপুরের চেয়ে কমই। মিরপুরে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ২০০ টাকা। সর্বোচ্চ ২০০০ টাকা।
সিলেট পর্বে অনলাইনের পাশাপাশি তিনটি কাউন্টারে সরাসরি টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। লাক্কাতুরায় স্টেডিয়াম সংলগ্ন কাউন্টার, শিশু একাডেমি কাউন্টার এবং মধুমতি ব্যাংকের আম্বারখানা শাখা থেকে সরাসরি টিকিট নিতে পারবেন আগ্রহীরা। টিকিট কাউন্টারের দৃশ্য মিরপুর থেকে পুরোপুরি ভিন্ন সিলেটে। হাতেগোনা কয়েকজন ছাড়া টিকিট প্রত্যাশীর দেখা মেলেনি। ভিড় ছাড়াই টিকিট নিতে পারছেন দর্শকরা।
স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় সৈকত ইসলাম নামের একজন টিকিট প্রত্যাশীর সঙ্গে। ক্লাব হাউজের তিনটি টিকিট নিয়েছেন তিনি। কোনপ্রকার ভিড় ঠেলা ছাড়া টিকিট পেয়ে খুশি তিনি। কোনো অভিযোগ নেই সৈকতের, ‘খুব সহজে টিকিট পেয়েছি, ভিড় নেই। কালকে খেলা দেখতে পারবো তাই ভালো লাগছে। কালোবাজারি হচ্ছে না, নির্ধারিত দাম দিয়ে টিকিট কিনতে পেরেছি, তাই বিসিবিকে ধন্যবাদ।’
মিরপুরে ম্যাচের আগেরদিন কয়েকঘণ্টার মধ্যেই অনলাইনের টিকিট সোল্ড আউট হতে দেখা গেছে। সিলেট পর্বে অবশ্য তা হচ্ছে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনলাইনে উঁকি দিয়ে দেখা গেছে অধিকাংশ টিকিটই পর্যাপ্ত সংখ্যায় অবিক্রীত রয়েছে।









