দাউ দাউ পুড়ছে নগর। পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার! আর রক্তেমাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে সুপারস্টার শাকিব খান! কারো উদ্দেশে যেন তিনি বলছেন ‘খামোশ’!
এমন আবহই ফুটে উঠেছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘বরবাদ’-এর মোশন পোস্টারে!
মঙ্গলবারই নির্মাতা মেহেদী হাসান হৃদয় ঘোষণা করেন, বুধবার দুপুরে আসছে তার নির্মিত প্রথম সিনেমা ‘বরবাদ’-এর ফার্স্টলুক! এরপর থেকেই শাকিবভক্তরা অপেক্ষায় ছিলেন, কখন প্রিয় নায়ককে নতুন ছবিতে ভিন্ন লুকে দেখবেন! কিন্তু এমন দুর্ধর্ষ লুকে যে প্রিয় নায়ককে দেখবেন, সেটা বোধহয় প্রত্যাশা করেননি কেউই!
আর তাইতো নিজেদের মুগ্ধতার ছাপ রেখে যাচ্ছেন শাকিবের শেয়ার করা ‘বরবাদ’-এর মোশন পোস্টারের মন্তব্যের ঘরে! বাংলা সিনেমায় এরআগে যে নৃশংসতা কেউ দেখায়নি, তেমনটাই যে এই সিনেমায় দেখাতে চলেছেন নির্মাতা, তার নমুনা এই ফার্স্টলুক মোশন পোস্টারে তুলে ধরেছেন!
মোশন পোস্টারটি শেয়ার করার কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে গেছে অন্তর্জালে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজেও শেয়ার হচ্ছে দেদারসে! এদিকে শাকিবের অফিশিয়াল পেজে মোশন পোস্টারে এরইমধ্যে মন্তব্য করেছেন কয়েক হাজার শাকিব ভক্ত!
একজন লিখেছেন, এই লুকে সব উড়ে যাবে! অন্যআরেকজন লিখেছেন, বাংলা সিনেমায় এমন দুর্ধর্ষ লুক দেখবো তা ভাবিনি। কয়েস আহমদ লিখেছেন, আগুন বস! সেলিম লিখেছেন, ‘কী দেখলাম রে ভাই! ফুললি ভায়োলেন্স লোডেড!’ রাহাত লিখেছেন, ‘বাংলা সিনেমায় এখন পর্যন্ত সেরা মোশন পোস্টার এটি’। এরকম আরো অসংখ্য মন্তব্য আসছে প্রতি মিনিটে!
‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশীরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। তবে ‘বরবাদ’ সংশ্লিষ্ট কেউ ছবির কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না হয় এ জন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন। এ কারণে ‘বরবাদ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে!
এর আগে নাটক বানালেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন হৃদয়। তিনি জানান, প্রথম ছবি হওয়ায় তার উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না। তিনি বলেন, আমি আগে কাজটি ঠিকভাবে করতে চেয়েছি, এজন্য শুটিংয়ের শুরু থেকে টুঁ শব্দ করিনি। বরবাদ-এর জন্য নেপথ্যে একটি বেস্ট টিম কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে সবাই হ্যাপি।
রিয়েল এনার্জি প্রডাকশনের প্রযোজনায় ‘বরবাদ’ হতে যাচ্ছে ভায়োলেন্স অ্যাকশন ধাঁচের ছবি। শাকিব খান ছাড়াও এতে অভিনয় আছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ দুই বাংলার নামী শিল্পীরা।
জানা যায়, ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে হাই ভোল্টেজ ছবি ‘বরবাদ’।









