অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে ভাব উন্মাদনার পরম কবিসত্তার স্বভাবজাত কবি আমিরুল হাছানের পঞ্চম একক কাব্যগ্রন্থ ‘কথার স্বাক্ষর’। এই বইটি প্রকাশ করেছে কবিতাচর্চা প্রকাশনা।
মেলায় ১১৭ নম্বর স্টলে পাওয়া যাবে ও লিটলম্যাগ ০১ এবং ৬৯ নং স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন কাজী তামান্না তাবাসসুম রুপাই।
কথার স্বাক্ষর নামকরণের কাব্যগ্রন্থটি অজস্র কথার দান অসীমের কাছে রেখে যেতে চান সত্য ন্যায় ও মানবতায়। বলতে চেয়েছেন আলোর ভেতরে আলো বিপরীতভাবে কালোর ভেতরের কালোকে আবিষ্কারের চেষ্টা করেছেন নিজের কথার স্বাক্ষরে।
বইটির ফ্ল্যাপে জীবন্ত কিংবদন্তি কবি নির্মলেন্দু গুণ লিখেছেন তরুণ কবি আমিরুল হাছানের প্রেমের কবিতা আর তার রাজনৈতিক কবিতার মাঝে সুস্পষ্ট কোন পার্থক্য নেই-এটি তার বিরল কাব্যে শক্তির পরিচায়ক।
প্রকাশক বদরুল হায়দার বলেন, কথার স্বাক্ষর কবি স্বাধীন মত অমতের সংমিশ্রণে, মিশ্রণ ঘঠিয়েছেন গভীর থেকে গভীরভাবে। না বলা স্পষ্ট কথাগুলো জ্ঞান, সাহস মিলিয়ে একটি বহল শব্দের অপার মুগ্ধতার কাব্যেগ্রন্থের প্রকাশ ঘটেছে। যেখানে প্রেম সার্বক্ষণিক চলমান সত্তা তেমনি অমিমাংসিত কথাকে স্বাক্ষর স্বারক স্বরুপ হিসাবে কথা বলা হয়েছে। কথার স্বাক্ষর কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতাই পাঠককে নতুন ভাবনায় নিয়ে যাবে। চমৎকার লিখেছেন এই বইটিতে কবি আমিরুল হাছান। কাব্যগ্রন্থটি কবিতা প্রেমী ও পাঠকের সংগ্রহের মতো।
লেখক আমিরুল হাছান বলেন, কথার স্বাক্ষর কাব্যগ্রন্থটি আমার একক পঞ্চম কবিতার বই। বইটি প্রকাশ পাওয়ার পর থেকেই পাঠকের ভালো সাড়া পাচ্ছি। বইমেলায় যারাই পদচারণ করবেন বইটি দেখার অনুরোধ জানান কবিতা প্রেমিকদের।









