বিএনপি নেতা টুকু এবং আমান দম্পতির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট

দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে ওই রায় দেন আদালত। রায় পাওয়ার ১৪ দিনের মধ্যে আসামিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হয় রায়ে বলেছেন হাইকোর্ট।