মঙ্গলবার থেকে শুরু হয়েছিল দুদিন ব্যাপী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কাপ আন্তর্জাতিক অ্যাথলটিকস। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক প্রতিষ্ঠান বিকেএসপি। রানার্সআপ হয়েছে রাজশাহী বিভাগ এবং তৃতীয় হয়েছে নেপাল।
প্রতিযোগিতায় ২২টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদকসহ মোট ৩৭ পদক নিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বিকেএসপি। রাজশাহী বিভাগ ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদকসহ মোট ১০ পদক নিয়ে রানার্সআপ হয় এবং নেপাল ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদকসহ মোট ৬ পদক নিয়ে ৩য় স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতার দ্রুততম মানব-মানবী হয়েছেন বিকেএসপির অ্যাথলেট শিপন মিয়া ও আজমী খাতুন। এছাড়াও বালক বিভাগে তামিম হোসেন ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনটি স্বর্ণপদক ও বালিকা বিভাগে তাসমিয়া হোসাইন চারটি স্বর্ণপদক নিয়ে শ্রেষ্ঠ অ্যাথলেট হয়েছেন।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরল ইসলাম অংশগ্রহণকারী অ্যাথলেটদের মাধ্যমে জাতীয় দল আরও বেশি শক্তিশালী হবে আশা প্রকাশ করেন। তিনি নেপাল ও অন্যান্য দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।









