কারো কাছে তিনি গুরু, কারো কাছে নগর বাউল! ভক্ত অনুরাগীদের এসব সম্বোধনকে তিনি ‘থুরাই কেয়ার’ করেন! আর তার এই মেজাজকেই পছন্দ সবার। কেননা গিটার ছুঁয়েই ভক্ত শ্রোতাদের উদ্দেশে তিনি অনায়াসে বলে উঠতে পারেন ‘তোমরাই আমার জান, তোমরাই আমার প্রাণ’!
বলছি উপমহাদেশের প্রখ্যাত রকস্টার জেমসের কথা। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নগর বাউল জেমস নামেই তার অধিক পরিচিতি। ২ অক্টোবর এই রকস্টারের জন্মদিন। বরাবরই এদিন তাকে নিয়ে মেতে থাকেন সংগীতপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় শিল্পীকে শুভেচ্ছার পাশাপাশি ভক্তদের পক্ষ থেকে নানা আয়োজন। এবারও হচ্ছে না ব্যতিক্রম।
তারকাদেরও তারকা জেমসকে নিয়ে শুধু ভক্তরাই নয়, শোবিজের বহু মানুষ আপ্লুত। সমাজমাধ্যমে এদিন তাকে জানাচ্ছেন শুভ কামনা। এরমধ্যে যেমন সংগীতের মানুষ আছেন, তেমনি আছেন সিনেমা অঙ্গনের মানুষও-
তানযীর তুহিন, শিল্পী
আঁখি আলমগীর, সংগীতশিল্পী
নিয়াজ মাহমুদ অংশু, গীতিকার
লতিফুল ইসলাম শিবলী, গীতিকার
লুৎফর হাসান, সংগীতশিল্পী ও গীতিকবি
নিরব, চিত্রনায়ক
সুমেশ্বর ওলি, গীতিকার
জোনায়েদ ইভান, ভোকাল (অ্যাশেজ)
ইমরান, সংগীতশিল্পী
তরুণ মুন্সী, মিউজিশিয়ান
রবিউল ইসলাম জীবন, গীতিকার
নোবেল, শিল্পী
চিরকুট, ব্যান্ড








