বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেতন বাড়ানোর পাশাপাশি ম্যাচ-সিরিজ চলাকালীন দৈনিক ভাতা ও ট্যুর ফি বাড়ানো হয়েছে।
সোমবার বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
বলেছেন, ‘সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার ও ট্যুর ফি ২৫ থেকে ৫০ ডলার করা হয়েছে।’
‘বোর্ড সভায় অনুমোদন হয়েছে এ সিদ্ধান্ত। শুধু তাই নয়, ক্রিকেটারদের মাসিক বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চুক্তিতে যারা আছেন তাদের বেতন ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। গত জুলাই থেকে এটি কার্যকর হবে।’









