রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। সভাপতির পদ ছেড়েছেন নাজমুল হাসান পাপন। তবে পরিচালকের আসন থেকে পদত্যাগ করেননি। এবার পরিচালকের পদও হারালেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী। একইসঙ্গে আরও ১০ জন পরিচালকের পদ বাতিল হয়েছে।
বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে।
নাজমুল হাসান ছাড়াও তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ।
আরও তিন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এদিনের বোর্ড সভায়। এছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সবমিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতা জানতে চেয়েছিল। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটা জানতে চেয়েও চিঠি দিয়েছিল। এরপরই বিসিবি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীনকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। পাশাপাশি দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।









