জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালক হওয়ার প্রস্তাব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।
আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করছেন আমিনুল। লম্বা সময় ধরে মেলবোর্নে পরিবার নিয়ে থাকেন। সম্প্রতি পারিবারিক প্রয়োজনে দেশে এসেছেন। এসেই বিসিবিতে দায়িত্ব নেয়ার প্রস্তাব পেয়েছেন। সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।
আলোচনা রয়েছে, বিসিবি সভাপতির দায়িত্ব থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। তার জায়গায় দায়িত্ব দিতে চায় আমিনুল ইসলাম বুলবুলকে। তবে আমিনুল জানালেন, তাকে সরাসরি বোর্ড সভাপতির দায়িত্ব নিতে কোনো অনুরোধ করা হয়নি।
বলেছেন, ‘আমাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনো বলা হয়নি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির গতকালের সভায়ও আমি ছিলাম না। তবে ১০-১৫ দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তারা আমাকে কোনো একটা ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে চাচ্ছেন। আমিও তাতে রাজি হয়েছি।’
আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ। পরে গঠনতন্ত্র মেনে সভাপতি দায়িত্ব নেন। বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফারুক আহমেদ। সেখানে ফারুককে জানানো হয় বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায় সরকার।
তবে জাতীয় ক্রীড়া পরিষদ চাইলেও ফারুককে সরাসরি সভাপতির দায়িত্ব থেকে সরাতে পারবে না। কেননা বোর্ডে সরকারী হস্তক্ষেপের প্রমাণ পেলে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বিসিবি। তবে কেউ নিজ থেকে দায়িত্বে ছাড়লে সমস্যা নেই।
ফারুক পদত্যাগ করলে তার পরিবর্তে বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে আসবেন আমিনুল। সেটা বিসিবি সভাপতি হওয়ার দিকেই গড়াবে বলে আলোচনা তুঙ্গে। তবে লম্বা সময়ের জন্য কোনো দায়িত্ব নিতে চান না আইসিসির দায়িত্ব পালন করতে থাকা ৫৭ বর্ষী সাবেক ব্যাটার।
বলেছেন, ‘আমি আইসিসিতে একটা দায়িত্বে আছি। ওটা আমার পেশা, আমার জীবিকা। লম্বা সময় বিসিবিতে থাকার ইচ্ছে আমার নেই। দেশের ক্রিকেট আমাকে চেয়েছে। আমি দায়িত্ব নিতে প্রস্তুত। বিসিবি নির্বাচন পর্যন্ত কাজ করতে চাই। তবে নির্বাচন করা বা দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছে নেই। জীবিকার কথাও তো ভাবতে হবে।’
বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল। এছাড়া হাই-পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, বিভিন্ন ট্রেনিং এডুকেশন কার্যক্রম পরিচালনা করেন। বিসিবির দায়িত্ব শেষে আইসিসিতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে তার।
বলেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পাওয়ার পর আইসিসিতে কথা বলেছি আমি। ওদের কোনো বাধা নেই, ওরা বরং খুশি। ওরাও চায় সদস্য দেশগুলেকে যেভাবে পারা যায় সহায়তা করতে। ওরা বলেছে, বিসিবির দায়িত্ব শেষে আবার আইসিসিতে যোগ দিতে পারব। বরং আরও বেটার রোল আমাকে দেয়া হতে পারে বলে জানিয়েছে ওরা। এমনিতে আমি যে সেক্টরে আছি, এখানে ডেভেলপমেন্ট ম্যানেজারই শেষ, উপরে কিছু নেই। তবে অন্যান্য জায়গায় কাজ করার সুযোগ আছে। ২০২৬ বিশ্বকাপের জন্য যে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, সেটি আমারই করা। হয়তো ওই সংক্রান্ত কোনো কাজ বা দায়িত্ব দেয়া হতে পারে আমাকে।’
স্বল্প সময়ের জন্য বিসিবিতে দায়িত্ব নিতে চাওয়ার কারণও জানিয়েছেন আমিনুল। বলেছেন, ‘১৮ বছর ক্রিকেট খেলেছি। দেশের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা আছে। বলতে পারেন এসব আবেগের কথা। কিন্তু দেশের ক্রিকেটকে সার্ভ করার সত্যিকারের সুযোগ পেলে ‘না’ বলার জায়গা নেই। এবার সত্যিকারের সুযোগ আছে বলেই মনে হয়েছে আমার। হয়তো অনেককিছু করে ফেলতে পারব না। তবে কিছু করতে চাই, যা দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে এবং ভবিষ্যতের জন্য পথ দেখাবে।’









