২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কয়েকদফা বৈঠক হয়েছে আইসিসি ও বিসিবির, সমাধান মেলেনি। এরমধ্যে রোববার ক্রিকইনফো প্রতিবেদন ছাপায় ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে বিসিবিকে সময়সীমা বেধে দিয়েছে আইসিসি। এমন দাবিকে অস্বীকার করল বিসিবি।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, আইসিসি নির্দিষ্ট করে বিসিবিকে কোন সময়সীমার কথা জানায়নি।
‘গত শনিবার আইসিসি’র একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপার, তথ্যগুলো বলে দেই, আমরা এ ভেন্যুতে খেলতে অপারগ। এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করি।’
‘তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদের বলেন যে, ঠিক আছে এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে ওনারা কোন নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবেন।’
ক্রিকইনফোর প্রতিবেদনে ছিল, ‘গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বিসিবিকে সময়সীমা বেধে দেয়া হয়েছে। বৈঠকে বিসিবি বাংলাদেশ দলের ভারতে ভ্রমণ এবং খেলার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করেছে। ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে অটল ছিল, বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলতে চেয়েছে। তবে আইসিসি জানিয়েছে, সময়সূচি পরিবর্তন করবে না, যেখানে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে।
প্রায় তিন সপ্তাহ চলমান ইস্যুটি এখনও আলোর মুখ দেখেনি। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবার উদ্বেগের কথা জানায় আইসিসিকে। আগামী ৭ ফেব্রুয়ারি গড়াবে বিশ্বকাপ। আসরের প্রথমদিনেই বাংলাদেশর ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কলকাতায়। একই ভেন্যুতে পরবর্তী দুটি ম্যাচ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। শেষ ম্যাচে মুম্বাইতে নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে।
শনিবার বিসিবির আরও একটি প্রস্তাব নাকোচ করে দিয়েছে আইসিসি। বাংলাদেশকে গ্রুপ বি-তে স্থানান্তরিত করার এবং আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তন করার বিষয়ে অনুরোধ করেছিল বিসিবি। আইসিসি তাতে সম্মত হয়নি। আইসিসি বিসিবিকে আশ্বস্ত করেছে বাংলাদেশের জন্য কোন নিরাপত্তা হুমকি নেই।
একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার অধীনে অংশগ্রহণকারী ২০ দলের কাছে আইসিসি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ জানিয়েছে। যেখানে ভারতে সামগ্রিক হুমকির মাত্রা মাঝারি থেকে উচ্চতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোন দলের জন্য সরাসরি, নির্দিষ্ট কোন হুমকি নেই বলে উল্লেখ করেছে।
আলোচনায় অংশ নেয়া সূত্রের বরাতে ক্রিকইনফো বলেছে, ‘আইসিসি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য অপেক্ষা করবে। বাংলাদেশ ভারত ভ্রমণে যদি অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি সম্ভাব্য একটি নতুন দলকে যুক্ত করবে, যা বর্তমান র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ড হবে।’
বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে একটি চিঠি পাঠিয়ে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়, যে অবস্থানে এখনও অনড় বাংলাদেশ।









