সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে পদক জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে হওয়া আসরে বাংলাদেশের ছেলে ও মেয়ে উভয় দলই অংশগ্রহণ করেছে। মেয়েরা পদক জিততে না পারলেও ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের ছেলেরা।
বয়স ভিত্তিক টুর্নামেন্টে চারটি দেশ অংশগ্রহণ করছে। স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল ব্রোঞ্জের জন্য মালদ্বীপের বিপক্ষে লড়েছিল। মেয়েরা হারলেও ছেলেরা স্বাগতিকদের হারিয়েছে।
ছেলেদের দল ৭৫-৪২ পয়েন্টে মালদ্বীপকে হারায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ পয়েন্ট এনে দেন সান মুরং। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট এনে দেন মোহাম্মদ আফ্রিদি। মেয়েরা স্বাগতিকদের বিপক্ষে হেরেছে ৮৬-২২ পয়েন্টে।









