সিলেট থেকে: মিরপুরে হার দিয়ে আসর শুরু হয় সিলেট স্ট্রাইকার্সের। ঘরের মাঠে ফিরে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েও জিততে পারেনি রংপুর রাইডার্সের বিপক্ষে। তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জিং স্কোরও দাঁড় করাতে পারেনি স্বাগতিক দলটি। টানা তৃতীয় হার দেখেছে সিলেট। ৭ উইকেটে তাদের হারিয়ে আসরে চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেয়েছে ফরচুন বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে স্বাগতিক দল। ১৮.২ ওভার ব্যাট করে ১২৫ রানে থামে সিলেটের ইনিংস। জবাবে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।
আগে ব্যাটে নামা সিলেটের ব্যাটাররা আলো ছড়াতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন আরিফুল হক। ১৩ বলে ২৮ রান করেন জর্জ মুনসে, ২৬ বলে ২৫ রান করেন জাকির হাসান। রাকিম কর্নওয়েল ১২ বলে ১৮ রান করেন। বাকিদের কেউই দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বরিশালে হয়ে রিশাদ ও জাহানদাদ খান তিনটি করে উইকেট নেন। ফাহিম আশরাফ নেন দুই উইকেট।
জবাবে বরিশালের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলে অধিনায়ক তামিম ফিরে যান শূন্য হাঁকিয়ে। ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বরিশাল। শান্তু ফিরে যান ৪ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ১১৬ রান তোলেন কাইল মেয়ার্স ও তাওহীদ হৃদয়। ২৭ বলে ৪৮ রান করে হৃদয় ফিরে গেলে জুটি ভাঙে। জাহানদাদ খানকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন মেয়ার্স। ৩১ বলে ৫৯ রান করেন তিনি।
সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব দুটি উইকেট নেন। রাকিম কর্নওয়েল নেন এক উইকেট।








