লা লিগায় বার্সেলোনা ও সেভিয়ার ম্যাচে নাটকীয়তা জমেছিল। গোলে হালি পূর্ণের ম্যাচে দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার ফেরমিন লোপেজ। ৪-১ গোলের জয়ে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান আরও কমিয়ে এনেছে কাতালান দলটি।
লিগ টেবিল প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছে বার্সেলোনা। ২৩ ম্যাচ করে খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০, দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৯ এবং তিনে বার্সার পয়েন্ট ৪৮। যেকোনো এক দলের হোঁচটে টেবিলে ওলট-পালট চলতে থাকবে।
ম্যাচের শুরুতেই রবার্ট লেভান্ডোভস্কি গোল করে বার্সাকে এগিয়ে দেন। এক মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। পরের মিনিটে রুবেন ভার্গাসের গোলে ঘরের মাঠে সমতায় ফেরে সেভিয়া। বিরতির আগের মিনিটে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় কাতালুনিয়ানরা।
বার্সার হালি গোলের ম্যাচে রাফিনহার গোল না থাকলে যেন কেমন দেখায়। আরেকটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। ৫৫ মিনিটে বার্সা তৃতীয় গোলে সেভিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। কয়েক মিনিট পর ম্যাচের একমাত্র লালকার্ডটি দেখেন লোপেজ।
১০ জনের দল হয়ে পড়ে বার্সা। ঘরের মাঠ র্যামন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে তবুও হ্যান্সি ফ্লিকের শিষ্যদের ঠেকিয়ে রাখতে পারেনি সেভিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আরেকটি গোল করে হালি পূরণ করে দেন এরিক গার্সিয়া।









