চ্যাম্পিয়ন্স লিগে ক্রভেনা জাভেজদার বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। এ মৌসুমে বেশিরভাগ ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়ে চলেছে বার্সেলোনা। এমন পারফরম্যান্সে দারুণ খুশি জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। বলছেন, দল গোল করার ধারাবাহিকতা ধরে রাখুক।
স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি গত ৭ ম্যাচে অন্তত ৩টি করে গোল করেছে। এরমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে দিয়েছিল ৪টি, লা লিগায় রিয়াল মাদ্রিদকেও দিয়েছিল ৪টি। বার্সেলোনা খেলা গত ১৬ ম্যাচের মধ্যে ১০টিতে তিন বা তার বেশি গোলে জিতেছে।
এমন পারফরম্যান্স মূল্যায়নে ফ্লিক বলছেন, ‘পারফরম্যান্স সত্যিই অসাধারণ, দলের সাথে থেকে উপভোগ করছি। আমার মনে হচ্ছে যে ফলাফল, তারা নিজম্ব ভাষায় কথা বলতে শুরু করেছে।’
‘আপনি যা করছেন, ম্যাচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমাদের খেলার যে পরিকল্পনা থাকে সেটিতে ভালো করছে সকলে। তারা মাঠের খেলা বুঝতে পারছে এটাই অনেককিছু। আমাদের যে আত্মবিশ্বাস আছে, আশা করছি সেটা টিকে থাকবে। শুধুমাত্র এ ম্যাচের জন্য নয়, মৌসুমে যতগুলো ম্যাচ খেলেছি তার জন্য।’
‘দল ভালো করছে কারণ তারা যে দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে পছন্দ করে। সেরাদের সেরা, প্রতিটি দলের সাথে প্রতিযোগিতা করতে চায়। আমরা কিছুটা সময় এমন ফর্ম ধরে রাখতে চাই এবং সেটার জন্যই আমরা কঠোর পরিশ্রম করে চলেছি।’
২০১১-১২ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে তিনটি ম্যাচে পরপর তিন বা তার বেশি গোলে জিতল বার্সা। আগে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে পরপর তিন বা তার বেশি গোল করে জিতেছিল ২০১৭ সালে।









