চোট যেন বার্সেলোনার পিছু ছাড়ছে না। সবশেষ মিডফিল্ডার ফেরমিন লোপেজ চোটে পড়েছেন। দুসপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২২ বর্ষীকে, জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
বৃহস্পতিবার বার্সেলোনা জানায়, ‘ফেরমিন লোপেজের ডানপায়ের সোলিয়াসে সামান্য আঘাত লেগেছে। এ মিডফিল্ডারের সুস্থ হতে আনুমানিক দুই সপ্তাহ সময় লাগবে।’
লোপেজ এমন সময় চোটে পড়লেন যখন বার্সেলোনার মিডফিল্ড ঠিকঠাক কাজ করতে পারছে না। দলের অন্যতম প্রাণ দানি ওলমো চোট থেকে সেরে ওঠার পর ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। এসময় মিডফিল্ডে অন্যতম ভরসার নাম ছিলেন লোপেজ।
দুই্সপ্তাহের অনুপস্থিতিতে ফেরমিন আলাভেস, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেটিস, ফ্রাঙ্কফুর্ট এবং সম্ভবত ওসাসুনার বিপক্ষেও খেলতে পারবেন না। বড়দিনের আগে ভিয়ারিয়ালের বিপক্ষে তার ফেরার কিঞ্চিত সম্ভাবনা রয়েছে।









