প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না তবে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরবারে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা-কর্তব্যনিষ্ঠতা সাথে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে বলেন প্রধানমন্ত্রী।
জনগণই রাজনীতির প্রাণশক্তি তাই নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে না ফেলে, সে জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স-এর প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, যারা নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ধরণের ঝুঁকিতে দায়িত্ব পালন করতে হয়। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।
প্রতিষ্ঠার ৩৮ বছর ধরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিদেশি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত এই বিশেষ এ নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দরবার।









