মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে খুব একটা খারাপ করেনি বাংলাদেশ। তবে সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডের ফিফটিতে কিউইরা দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছে। নিগার সুলতানা জ্যোতিদের সামনে লক্ষ্য দিয়েছে ২২৮ রানের।
গৌহাটিতে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২২৭ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।
কিউই মেয়েদের মধ্যে সর্বোচ্চ রান করেন ব্রুক। ১০৪ বলে ৬৯ রান করেন তিনি। ডিভাইন ৮৫ বলে ৬৩ রান করেন। এছাড়ায় সুজিয়ে বেটস ২৯ রান এবং ম্যাডি গ্রিন ২৫ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে রাবেয়া খান ৩ উইকেট নেন। মারুফা খাতুন, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন।









