সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২-০তে হোয়াইটওয়াশ হয়ে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ টিম টাইগার্সের। খেলা ঘরের মাঠে। চিরচেনা মিরপুরের স্পিনিং উইকেটে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য উইকেট নিয়ে খুব একটা কথা বলতে চাননি। ম্যাচে স্পিনারদের প্রাধান্য থাকবে সেটা অনুমিত।
শের-ই-বাংলা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরজে প্রথমটিতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু মাঠের লড়াই।
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, স্পিনাররাই বড় ভূমিকা রাখবে এই টেস্টে। স্কোয়াডে থাকা চার স্পিনার তৈরি থাকছেন ম্যাচ খেলার জন্য। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম অটোমেটিক চয়েস। হাসান মুরাদ ও নাঈম হাসানের মধ্যে লড়াইটা হতে পারে।
‘মিরপুরের উইকেট সাধারণত যেমন হয় তেমনই হচ্ছে। এরচেয়ে বেশিকিছু বলার নেই। স্পিনারদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হবে। মুরাদের প্রথম শ্রেণির ক্রিকেটে যে রেকর্ড তাতে ডিসার্ভ করে জাতীয় দল।’ বলেন অধিনায়ক শান্ত।
সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের কাছে প্রশ্ন যায় সাকিবকে মিস করবেন কিনা? জবাবে ৩০ বর্ষী মার্করাম বলেছেন, ‘সেভাবে মিস করবো না। তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই স্বস্তির। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান/তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, হাসান মুরাদ।









