মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তারপর ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়ে মেয়েদের সামনে আরেকটি পরীক্ষা। বয়সভিত্তিক এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে লাল-সবুজের অনূর্ধ্ব-২০ মেয়েরা এখন লাওসে। জয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য অধিনায়ক আফঈদা খন্দকারের দলের।
আগামী ৬ থেকে ১০ আগস্ট লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাউথ কোরিয়া, স্বাগতিক লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট লাওসের বিপক্ষে যাত্রা শুরু হবে লাল-সবুজদের। ৮ আগস্ট পূর্ব তিমুর ও ১০ আগস্ট সাউথ কোরিয়ার মুখোমুখি হবে দলটি। যদিও সাউথ কোরিয়ার ম্যাচটি সিনিয়র এশিয়া কাপের জন্য খানিকটা প্রস্তুতির মঞ্চও।
লাওসে পৌঁছে প্রথমদিনের অনুশীলন শেষে বাফুফের ভিডিও বার্তায় আফঈদা বলেছেন, ‘আমরা বাংলাদেশ থেকে লাওসে পৌঁছেছি। প্রথম অনুশীলন শেষ করলাম। সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। নতুন দেশ নতুন পরিবেশ, দেখছি-ঘুরছি বেশ ভালো লাগছে। প্রথম ম্যাচটি লাওসের সঙ্গে, লক্ষ্য জেতার। কোচ যেভাবে বলে দেবেন সেটাই মাঠে প্রয়োগের চেষ্টা করব।’
বাংলাদেশের গ্রুপে সাউথ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথ কঠিনই। তাই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে আট গ্রুপের সেরা তিন রানার্সআপ হয়ে হলেও আগামী বছর থাইল্যান্ডে মূলপর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।
মোট ৩৩ দলের অংশগ্রহণে বাছাইপর্ব হচ্ছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সেরা তিন দল পাবে থাইল্যান্ডে হতে চলা মূলপর্বে খেলার সুযোগ।








