মেয়েদের কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী চাইনীজ তাইপের কাছে হেরে গেছে বাংলাদেশ। আসরে তৃতীয় হয়েছে স্বাগতিক দলটি। ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে অবসর নিলেন লাল-সবুজের অধিনায়ক রূপালি আক্তার সিনিয়র।
ম্যাচ শুরুর আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে মুকুট পরিয়ে বিদায় জানানো হয় রূপালিকে। মুকুট পরিয়ে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে ১৮-২৫ পয়েন্টের হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে হারে বাংলাদেশ।
ম্যাচ শেষে অবসরের আয়োজন নিয়ে রূপালী বলেছেন, ‘ফেডারেশন, সতীর্থরা যেভাবে বিদায় দিয়েছে, তাতে একটু আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম ম্যাচের শুরুতে। আসলে অনেকদিন ধরে কাবাডির সাথে আছি তো, তাই। ক্যারিয়ারের কোনকিছু নিয়ে খারাপ লাগা নেই সেরকম।’
‘প্রতিযোগিতামূলক কাবাডি আর খেলা হবে না, তবে কোন না কোনভাবে কাবাডির সাথেই থাকব। এটা আমার ভালোবাসার জায়গা।’
সেমিফাইনালে হার নিয়ে রূপালি বললেন, ‘চাইনীজ তাইপে আমাদের চেয়ে অনেক শক্তিশালী। ওরা ইরানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিল। সে হিসাবে আমরা ওদের কাছে ৭ পয়েন্টে হেরেছি। ফাইনালে উঠতে পারলে অবশ্যই ভালো লাগত। তবে আমরা ব্রোঞ্জ পেয়েছি, এটাও কম নয়।’
বাংলাদেশে চলছে কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এই প্রথম বিশ্বআসরের সেমিফাইনালে খেলেছে স্বাগতিকরা, পকেটে পুরেছে বিশ্বকাপের প্রথম কোন পদক।









