এশিয়া কাপ হকিতে হঠাৎ ডাক পেয়েছে বাংলাদেশ। দল গোছানো এবং অন্যান্য বিষয়েও খুব বেশি সময় পায়নি লাল-সবুজের দলটি। এবারই প্রথম জাতীয় দলের হেড কোচ হয়ে মিশনে যাচ্ছেন মশিউর রহমান বিপ্লব। তার লক্ষ্য গ্রুপের সেরা তিনে থাকা।
এবারের এশিয়া কাপে পুল ‘বি’তে খেলবে বাংলাদেশ। গ্রুপের অন্য দেশগুলো- মালয়েশিয়া, চাইনীজ তাইপে ও সাউথ কোরিয়া। বাংলাদেশের গ্রুপে থাকা মালয়েশিয়া ও সাউথ কোরিয়া ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিংয়ে ১২ ও ১৩তম অবস্থানে আছে। বাংলাদেশের র্যাঙ্কিং ২৯ এবং চাইনীজ তাইপের অবস্থান ৩৮এ।
বিকেলে সংবাদমাধ্যমে বাংলাদেশের কোচ মশিউর রহমান বললেন, ‘নির্বাচনের প্রক্রিয়া আমরা সিলেকশন কমিটির সাথে কথা বলে ঠিক করেছি। ১০ দিনের উপরে আমাকে যে দলটা করতে হয়েছে, অন্যান্য যে খেলোয়াড় ছিল, যারা অভিজ্ঞ এবং তরুণ, যাদের ফিটনেস ভালো তাদের নিয়ে। কুপার টেস্টে তারা প্রায় ৩৩০০-৩৪০০ দৌড়েছে। এখানে সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে দল করা হয়েছে, যেখানে জুনিয়র দল থেকে ৮ জন সুযোগ পেয়েছে বিশ্বকাপের দলের সাথে থাকবে।’
‘আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। খেলার মাঠে নামলে কেউ হারতে চায় না। খেলোয়াড় জীবনে চাপ নিয়ে অভ্যস্ত ছিলাম, এখানেও সেটাতে অভ্যস্ত হবো আশা রাখি। বাংলাদেশের গ্রুপটা ভালো। এখানে আমরা তৃতীয় হওয়ার চেষ্টা করব।’
যাদের নিয়ে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
রেজাউল করিম (অধিনায়ক), হুজাইফা হোসেন, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, তৈয়ব আলী, তানভির রহমান, রাকিবুল হাসান, মো. আব্দুল্লাহ, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।









