সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিতে রশিদ খানের দলকে হোয়াইটওয়াশ করেছে জাকের আলী অনিকের দল। ৬৪ রানে অপরাজিত ছিলেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। প্রথমে দুর্দান্ত বল করেছেন বোলাররা।
[vc_row][vc_column]
০০.১০
বিদেশের মাটিতে প্রথমবার আফগানদের হোয়াইটওয়াশ করেছে জাকের আলি অনিকের দল।
সাইফের ফিফটি, বিদেশের মাটিতে প্রথমবার আফগানদের হোয়াইটওয়াশ বাংলাদেশের
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
০০.০৫
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (বোলিং)
ফলাফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ, ৩-০তে হোয়াইটওয়াশ আফগানিস্তান
বাংলাদেশ: সাইফ হাসান- ৬৪*, তানজিদ তামিম- ৩৩
মুজিব উর রহমান-২/২৬, আজমতউল্লাহ ওমরজাই- ১/১২
আফগানিস্তান: দারবিশ রাসুলি- ৩২, সেদিকউল্লাহ অটল- ২৮, মুজিব উর রহমান- ১৭
মোহাম্মদ সাইফউদ্দিন- ৩/১৫, তানজিম সাকিব- ২/২৪, নাসুম আহমেদ- ২/২৪
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.৫০
সাইফের ফিফটি
দারুণ সব ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নিয়েছেন সাইফ হাসান। তার এ ইনিংসে পাঁচটি ছক্কা ও দুটি চারের মার ছিল। সাইফের ফিফটি আসে ৩২ বলে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.৪১
রিভিউয়েও বাঁচতে পারলেন না জাকের
মুজিব উর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জাকের আলী। রিভিউয়ে আম্পায়ার্স কলে আউট হন বাংলাদেশের অধিনায়ক। পরের বলে বোল্ড হন শামীম পাটোয়ারি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.৩৫
দলীয় শতক
জাকের আলীর বাউন্ডারিতে বাংলাদেশের দলীয় শতক রান এসেছে। ঝড়ো ইনিংস খেলছেন সাইফ হাসান, চারটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.২৬
দুটি রিভিউ ব্যর্থ রশিদের
বলে নেমে দুটি রিভিউ নিয়েছেন রশিদ খান, দুটিই ব্যর্থ হয়েছেন। দুটিতেই আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি। ১১.১ ওভারে রিভিউ ব্যর্থ হওয়ার পর ১১.২ ওভারে আউট হন জাকের। রিভিউয়ে সফল হন জাকের।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.১৯
ফিফটির জুটি, তামিমের বিদায়
দ্বিতীয় উইকেট জুটিতে ফিফটির জুটি গড়েছেন সাইফ হাসান ও তানজিদ তামিম। ১০.৩ ওভারে আহমেদজাইয়ের বলে ক্যাচ তুলেছিলেন, ছেড়ে দেন দরবেশ। পরের বলে অবশ্য ভুল করেননি আফগানরা। ৩৩ রান করে বাজে শটে আউট হন তামিম।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২৩.০২
দলীয় ফিফটি
পাওয়ার প্লের পরের ওভারে রশিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ফিফটি পূর্ণ করেন তামিম।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.৫৯
পাওয়ার প্লে
পাওয়ার প্লেতে মোটামুটি সুবিধা করেছে বাংলাদেশ। ৪৭ রান তুলতে পারভেজ হোসেন ইমনকে হারিয়েছে তারা। অপরাজিত আছেন তামিম ও সাইফ হাসান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.৫০
আফগানদের ব্যর্থ রিভিউ
ইমনের বিদায়ের পর সাইফ হাসানের লেগ বিফোরের আবেদন করেছিল আফগানরা। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নিয়ে সেটি ব্যর্থ হয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.৪৭
ইমনের বিদায়
পঞ্চম ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন পারভেজ ইমন। ১৬ বলে ১৪ রান করেছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.৪৪
জীবন পেলেন তামিম
চতুর্থ ওভারে অভিষিক্ত বশির আহমেদের বলে জীবন পেয়েছেন তানজিদ তামিম।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.৩০
মেডেন দিয়ে শুরু
বাংলাদেশ ব্যাটিং করতে নেমে মেডেন দিয়ে শুরু করেছে। রান করতে পারেননি ইমন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.১১
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (বোলিং)
আফগানিস্তান: দারবিশ রাসুলি- ৩২, সেদিকউল্লাহ অটল- ২৮, মুজিব উর রহমান- ১৭
মোহাম্মদ সাইফউদ্দিন- ৩/১৫, তানজিম সাকিব- ২/২৪, নাসুম আহমেদ- ২/২৪
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২২.০১
সাইফউদ্দিনের তৃতীয়
আফগানদের একপ্রান্ত ধরে রাখা দারউইস রাসুলি বেশ রান তুলছিলেন। ১৯তম ওভারে এসে তাকেও আউট করেছেন সাইফউদ্দিন। ২৯ বলে ৩২ রান করেছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.৫০
বেঁচে গেলেন মুজিব
রশিদের আউটের পর মুজিবও আউট হয়েছিলেন। রিশাদের বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান মুজিব।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.৪০
বিপদে আফগানরা
আফগানরা শতরান পেরোনোর আগেই বিপদে পড়েছে। ১৪.৩ ওভারে ৯৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে দলটি। তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। পরের বলেই আউট হয়েছেন আরেক ব্যাটার আবদেল্লা আহমেদজাই।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.৩২
বিপজ্জনক নবীকে বোল্ড
আফগানদের মিডল অর্ডারের ভরসা মোহাম্মদ নবীকে বোল্ড করেছেন নাসুম আহমেদ। ১ রান করেছেন আউট হওয়ার আগে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.২৭
রিশাদ ফেরালেন ওমরজাইকে
প্রথম ওভারে খরুচে রিশাদ দ্বিতীয় ওভারে এসেই উইকেট তুলে নিয়েছেন। তিনি ফিরিয়েছেন আজমতউল্লাহ ওমরজাইকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.১৯
সেদিকউল্লাহ অটলের বিদায়
কিছুটা রান যোগ করার চেষ্টায় ছিলেন সেদিকউল্লাহ অটল। তাকে সাজঘরের পথ দেখিয়েছেন সাইফউদ্দিন। সাকিবের হাতে ক্যাচ দিয়ে ২৮ রানে ফিরেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২১.১৫
ইনিংস মেরামতে আফগানরা
পাওয়ার প্লেতে দ্রুত ৩ উইকেট হারানোর পর ইনিংস মেরামতে ব্যস্ত আফগান ব্যাটাররা। ১০ ওভার শেষে ৭৩ রানে ওই ৩ উইকেটই রয়েছে রশিদের দলের।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.৫৮
পাওয়ার প্লে বাংলাদেশের
হোয়াইটওয়াশের লক্ষ্যে আগে বল নিয়ে ভালো অবস্থানে বাংলাদেশ, পাওয়ার প্লেতে ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে জাকের আলী অনিকে দল। পাওয়ার প্লের শেষ বলে ওয়াফিকুল্লাহ তারাখিলকে আউট করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.৪৫
শামীমের দুর্দান্ত ক্যাচ
পাওয়ার প্লেতে ভালো শুরু করেছে বাংলাদেশ, চতুর্থ ওভারের নাসুমের বলে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন শামীম পাটোয়ারি। ঝড়ো ইনিংস খেলতে যাওয়া রহমানউল্লাহ গুরবাজ থেমেছেন ১২ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.৪০
শরিফুলের প্রথম আঘাত
তৃতীয় ওভারের প্রথম বলে আউট হয়েছেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান, ৭ রান করেছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.০১১
আফগানদেরও পরিবর্তন একটি, বশিরের অভিষেক
একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নূর আহমেদ। তার পরিবর্তে প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নামছেন বাঁহাতি পেসার বশির আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমেদ, মুজিব উর রহমান ও আব্দুল্লাহ আহমেদজাই।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.০৭
বাংলাদেশের একাদশে ১ পরিবর্তন
একাদশে একটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। ফিরেছেন তানজিম সাকিব। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
২০.০৪
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানকে হোয়াইটওয়াশের মিশনে টসে জিতেছে বাংলাদেশ। আফগানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক জাকের আলি অনিক।
[/vc_column_text][/vc_column][/vc_row]









