আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এমন গুঞ্জনই চলচ্চিত্র পাড়ায়।
আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই নায়কের সভাপতি পদে নির্বাচনের অংশ নেয়ার খবরটি অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। তবে ইলিয়াস কাঞ্চন এ ব্যাপারে মুখ খোলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঘনিষ্ঠজন চ্যানেল আই অনলাইনকে জানান, দলমত নির্বিশেষে সব শিল্পী চাচ্ছেন ইলিয়াস কাঞ্চন নির্বাচনে সভাপতি প্রার্থী হন। প্রতিনিয়ত শিল্পীরা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সভাপতি পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য যোগাযোগ করছেন। তারা একচেটিয়া ইলিয়াস কাঞ্চনকে সমর্থন দিচ্ছেন।
সূত্রের খবর, এতে করে ইলিয়াস কাঞ্চনের নিজেরও নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন। যার কারণে ভেতরে ভেতরে অনেক শিল্পীর সঙ্গে তিনি কথাও বলেছেন। ৮ জানুয়ারির পর হয়তো ইলিয়াস কাঞ্চন ঘোষণা দেবেন।
প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সারাদেশে কতজন মানুষ মারা যান সরকারের কাছে প্রতি বছরের ৮ জানুয়ারি সেই পরিসংখ্যান দেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তিনি সড়ক দুর্ঘটনার তথ্য উপাত্ত পরিসংখ্যান নিয়ে ব্যস্ত আছেন। সেজন্য এখনই কিছুই জানাতে চান না।
১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। সবকিছু ঠিক থাকলে ২০২২-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে তাকে নির্বাচন করতে দেখা যাবে। সূত্র জানাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জোট বেঁধে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন নিপুণ। সেখানে থাকবেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনসহ অন্য তারকারাও।
আরেক প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচনে অংশ নিতে পারেন মিশা সওদাগর-জায়েদ খান।








