দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নবগঠিত এই সরকারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদন করা হয়। এরপর চেয়ারম্যান নিয়োগসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক– এই পাঁচটি ব্যাংকের আর্থিক দুরবস্থা, তারল্য সংকট, শেয়ারদর পতন এবং ঋণাত্মক নেট অ্যাসেট ভ্যালুর কারণে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যাংকের পেইড–আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
এর আগে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পর সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।









