অস্ট্রেলিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফরে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পিতৃত্বকালীন ছুটিতে বিশ্রাম দিয়ে স্টিভেন স্মিথকে অধিনায়ক করা হয়েছে। সফরের আগে বিগ ব্যাশে খেলতে গিয়ে ডানহাতের কনুইয়ে চোট পেয়েছেন ৩৫ বর্ষী তারকা। আগে থেকেই কনুইয়ে চোট পাওয়ার ইতিহাস রয়েছে স্মিথের।
চোটের জন্য দুবাইতে দলের অনুশীলনে যোগ দিতে দেরি হচ্ছে তার। কারণ তিনি একজন বিশেষজ্ঞের কাছে পরামর্শ চেয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এ সপ্তাহের শেষদিকে তিনি দলের সাথে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ম্যাথু কুহনেমানও চোটে ভুগছেন। হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে খেলতে গিয়ে ডানহাতে বুড়ো আঙুলে চোট পেয়েছেন। তাকে দলের সঙ্গে শ্রীলঙ্কা নিয়ে যাওয়া-না যাওয়া প্রসঙ্গে সিএ বলেছে, ‘অস্ত্রোপচারের ক্ষত সেরে গেলেও তিনি অস্ট্রেলিয়াতেই থাকবেন। এ সপ্তাহে তার বোলিং করার কথা রয়েছে। তার উন্নতি দেখে শ্রীলঙ্কা সফরে যুক্ত করা হবে।’
সম্প্রতি টেস্টে অভিষেকের ডাক পাওয়া কূপার কনোলিরও চোট আছে। তিনি বলেছেন, ‘আঘাতটি আমার খুব বেশি নয়। তবে যদি সুযোগ আসে সেটি কাজে লাগানোর চেষ্টা করব। আমি মনে করি কেবল সেখানে যাওয়া এবং উপমহাদেশীয় কন্ডিশনে খেলে শিখতে পারার বিষয় রয়েছে। অন্যান্যদের মতো আমার চারপাশে যারা আছে এবং কোচিং স্টাফদের মতো উপভোগ করব।’









