অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার অ্যালান বোর্ডার ও বেলিন্ডা ক্লার্ক জয়ীর নাম ঘোষণা করা হয়েছে। ছেলেদের দলে পুরস্কারটি জিতেছেন মারকুটে বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড ও মেয়েদের থেকে পেস অলরাউন্ডার আন্নাবেলা সাউদারল্যান্ড জিতেছেন। সোমবার বিকেলে তাদের নাম জানানো হয়।
হেড ও সাউদারল্যান্ড প্রথমবার অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার জিতলেন। মেয়েদের ক্রিকেটে সাউদারল্যান্ড এমসিজেতে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, করেছিলেন ১৬৩ রান। তার আগে ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার ওয়াকায় ২১০ রানের ইনিংস খেলেছিলেন।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে পুরস্কার জেতাদের পূর্ণাঙ্গ তালিকা
বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড: আন্নাবেলা সাউদারল্যান্ড।
অ্যালান বোর্ডার মেডেল: ট্রাভিস হেড।
মেয়েদের বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়: অ্যাশলে গার্ডনার।
মেয়েদের বর্ষসেরা টি-টুয়েন্টি খেলোয়াড়: বেথ মুনি।
শেন ওয়ার্ন ছেলেদের বর্ষসেরা টেস্ট খেলোয়াড়: জশ হ্যাজেলউড।
ছেলেদের বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়: ট্রাভিস হেড।
ছেলেদের বর্ষসেরা টি-টুয়েন্টি খেলোয়াড়: অ্যাডাম জাম্পা।
ওমেন্স বিগ ব্যাশ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: এলিস পেরি ও জেস জোনাসেন।
ছেলেদের বিগ ব্যাশ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: গ্লেন ম্যাক্সওয়েল ও কুপার কনোলি।
মেয়েদের ঘরোয়ার বর্ষসেরা খেলোয়াড়: জর্জিয়া বল।
ছেলেদের ঘরোয়ার বর্ষসেরা খেলোয়াড়: বিউ ওয়েবস্টার।
বেটি উইলসন মেয়েদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়: ক্লো আইন্সওয়ার্থ।
ব্রাডম্যান ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়: স্যাম কনস্টাস।
কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড: ক্যামেরন গ্রিন।
উলসওয়ার্থ ক্রিকেট ব্লাস্টার অব দ্য ইয়ার: ফ্রাঙ্কি মাউন্টেনি।
অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেম: মাইকেল ক্লার্ক, ক্রিস্টিনা ম্যাথিউজ এবং মাইকেল বেভান।









