টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব পেরিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সুপার এইটে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অনেকটা নির্ভার অজিবাহিনী। নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে আফগানিস্তানের বিপক্ষে, জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে থাকবে মার্শ-হেডদের।
অস্ট্রেলিয়া বিপক্ষে আফগানিস্তান খেলতে নামবে বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ছয়টায়। খেলা হবে কিংসটনের আর্নস ভেল গ্রাউন্ডে।
ম্যাচটি আফগানিস্তানের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই। কারণ ম্যাচে হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হবে স্পিননির্ভর রশিদ-মুজিবদের। অন্যদিকে দুই জয়ে গ্রুপ ‘ওয়ান’ থেকে সেমির পথে অনেকটা এগিয়ে যাবে অস্ট্রেলিয়া।
ম্যাচ নিয়ে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছেন, ‘আমাদের কিছু খেলোয়াড় রয়েছে যাদের পূর্ণাঙ্গ বয়স হওয়ার আগেই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছে। তারা এ ম্যাচ থেকে শিখতে পারবে। বিশ্বকাপ অনেক বড় আসর যেখানে আপনাকে সবচেয়ে বড় দলের বিপক্ষে খেলতে হবে।’
ম্যাচ নিয়ে সরাসরি কিছু না বললেও নিজের পারফরম্যান্স নিয়ে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘মাঠে গিয়ে আউট হওয়ার আগপর্যন্ত কিছু শট খেলা দারুণ হবে। বিষয়টি এর আগেও আমি বলেছি। পুরো আসরজুড়ে খেলে বেশ স্বাচ্ছন্দবোধ করছি।’









