গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির গোপালগঞ্জ সফর ও সমাবেশকে ঘিরে আজ সকালথেকেই স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছিল।
বিবিসি বাংলা জানিয়েছে, আজ (১৬ জুলাই) বুধবার সকাল ১০টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এনসিপি ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ির ওপর আক্রমণ করে এবং এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ জেলাতে প্রবেশপথে টেকেরহাট নামক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান নিয়েছে বলেও জানা গেছে।
আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা শুরু করে এনসিপি নেতা-কর্মীরা। পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই কর্মসূচির অংশ হিসেবে আগেই গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দেয় এনসিপি।
এই বিষয়ে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের তিনি লিখেছেন, ‘১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ’।
ওই পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লেখেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।’









