মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট তোলার কথা দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। কিন্তু বিধিবাম! এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল ইভেন্টে প্রথম ম্যাচেই ধাক্কা বাংলাদেশের। নিজেদের জালে বল জড়িয়ে ১-০ গোলে হেরে ক্যাবরেরার শিষ্যরা মাঠ ছেড়েছে।
জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে গ্রুপ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৬৯ মিনিটে হাসান মুরাদ নিজেদের জালে বল জড়িয়ে করেন সর্বনাশ। এগিয়ে যায় মিয়ানমার।
সাত মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুয়ে খান্ত মিন। তাতে মিয়ানমার ১০ জনের দলে পরিণত হয়। যদিও খেলার বাকি সময়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ, দিতে পারেনি গোল শোধ।
চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চলবে এশিয়ান গেমস। আনুষ্ঠানিকভাবে এবারের গেমসের পর্দা ওঠার চার দিন আগেই শুরু হয়েছে ছেলেদের ফুটবল ইভেন্ট।







