অ্যাশেজে পার্থে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতা ঘুচিয়ে ব্রিসবেনে দিবারাত্রির দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে লড়ছে ইংল্যান্ড। প্রথমদিনে সেঞ্চুরি তুলেছেন জো রুট, অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম শতক। তবে ইংলিশদের চিরচেনা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক। প্রথম টেস্টে ১০ উইকেট নেয়া স্টার্ক এদিনও চালিয়েছেন তাণ্ডব, ৬ উইকেট নেয়ার পাশাপাশি টেস্ট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।
ব্রিসবেনে প্রথমদিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অতিথি অধিনায়ক বেন স্টোকস। ৭৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ গড়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।
ব্যাটিংয়ে নেমেই স্টার্কের তোপে পড়েন বেন ডাকেট এবং অলি পোপ। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন দুজনই। আরেক ওপেনার ক্রলিকে নিয়ে ১৫২ বলে ১১৭ রানের জুটি গড়েন রুট। ক্রলি আউট হন ৯৩ বলে ১১ চারে ৭৬ রান করে। হ্যারি ব্রুক করেন ৩৩ বলে ৩১ রান এবং বেন স্টোকস করেন ৪৯ বলে ১৯ রান। অন্যদিকে একপ্রান্ত আগলে রাখেন রুট।

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। ব্রিসবেনে নামার আগে অস্ট্রেলিয়ায় ১৫ ম্যাচ ও ২৯ ইনিংস ব্যাট করে কোন শতক পাননি। অবশেষে দ্বিতীয় টেস্টে প্রথমদিনেই অজি মাটিতে প্রথম ও ক্যারিয়ারে ৪০তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ১৫ চার ও এক ছক্কায় ২০২ বলে অপরাজিত আছেন ১৩৫ রানে। ১৫৯ টেস্টে ২৯০ ইনিংস খেলে ৪০তম সেঞ্চুরি তুললেন। জফরা আর্চারকে নিয়ে গড়েছেন ৪৪ বলে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি। আর্চার এক চার দুই ছক্কায় ২৬ বলে ৩২ রানে আছেন।
অজিদের হয়ে ১৯ ওভারে ৭১ রান খরচায় ৬ উইকেট তুলেছেন স্টার্ক। বাঁহাতি পেসারদের মধ্যে তিনি এখন টেস্টে ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি, ৪১৫ উইকেটের মালিক। রেকর্ড গড়তে খেলতে হয়েছে ১০২ টেস্ট। পাকিস্তানের কিংবদন্তি সাবেক ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন। ওয়াসিম ১০৪ ম্যাচে ৪১৪ উইকেটের মালিক। অজিদের হয়ে বাকি দুই উইকেট নিয়েছেন মাইকেল নেসের এবং স্কট বোল্যান্ড।
এ ম্যাচে মাঠ আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে আম্পায়ারিং করেছেন তিনি, তার ক্যারিয়ারের ৩১তম টেস্ট আম্পায়ারিং।









