কোচ রুবেন আমোরিমকে ছাঁটাই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। লিডস ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্রয়ের পর পর্তুগীজ কোচকে বরখাস্ত করেছে তারা। সিদ্ধান্ত এসেছে ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরার্ডস এবং পরিচালক জেসন উইলকসের থেকে।
১৪ মাস দায়িত্ব পালন করা আমোরিমের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচার। ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার বার্নলির বিপক্ষে ডাগআউটে থাকবেন। ফ্লেচারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মৌসুমের বাকিটুকুর দায়িত্ব দেয়া হতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে জানিয়েছে, ‘রুবেন আমোরিমকে হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে নিয়োগ দেয়া আমোরিম দলকে ২০২৫ সালে মে মাসে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে তুলেছিলেন।’
‘ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে। ক্লাব নেতৃত্ব অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়েছে যে, পরিবর্তন আনার এটাই সঠিক সময়। এটি দলকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ প্রাপ্তির সেরা সুযোগ করে দেবে। ক্লাব রুবেনকে তার অবদানের জন্য ধন্যবাদ জানাতে চায় এবং ভবিষ্যতের জন্য তাকে শুভ কামনা জানাচ্ছে। বুধবার বার্নলির বিপক্ষে দলের দায়িত্ব নেবেন ড্যারেন ফ্লেচার।’
বেশ কয়েকবার আমোরিমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ভেতরেই। দলের খারাপ সময়গুলোতে আলোচনায় আসে, বরখাস্ত হতে পারেন তিনি। ১৮ মাসের মেয়াদ অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত রেড ডেভিলদের সাথে তার চুক্তি ছিল।









