আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। অবশেষে ফুরোচ্ছে সেই অপেক্ষার প্রহর। আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা: দ্য রুল’। তবে এখানে চমক শেষ নয়!
জানা গেছে, তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আর এতে কণ্ঠ দেবেন ওপার বাংলার গায়ক তিমির বিশ্বাস।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে তিমির বিশ্বাস বলেন, ‘সবকিছুই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনি সবকিছু খোলাসা করতে পারছি না।’ তবে শোনা যাচ্ছে, সিনেমাটির বাংলা ভার্সনে একটি গানে কণ্ঠ দেবেন তিমির। যদিও এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক।
সুকুমার পরিচালিত ২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।
‘পুষ্পা টু’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। –আনন্দবাজার অনলাইন









