২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে দু’হাজার ৩৬৮ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৪৫২ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, অন্যান্য প্রস্তুতির পাশাপাশি স্টার্টআপের বিকাশেও ২০১৫ সাল থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় দু’হাজার ৫০০ স্টার্টআপ রয়েছে এবং এ খাতে বিনিয়োগ এসেছে প্রায় এক বিলিয়ন ডলার। স্টার্টআপ বাংলাদেশ কর্তৃক মুজিববর্ষ উপক্ষ্যে আয়োজিত ‘শতবর্ষের শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে ১০০টি স্টার্টআপে বিনিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, ১০৯টি হাই-টেক পার্ক স্থাপনের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যে হাই- টেক পার্ক কর্তৃপক্ষ এসব আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করবে। হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইটি ইন্ডাস্ট্রির জনবলের চাহিদা বিবেচনা করে আগামী ২০২৫ সালের মধ্যে ৬০ হাজার ৬৮০ জন এবং ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ ছিল এক হাজার ৯১৬ কোটি টাকা।








