সপ্তমীতে একাই রানি-কাজলদের বাড়ির পুজায় এসেছিলেন রণবীর। মেয়ে রাহা বা স্ত্রী আলিয়াকে তার সঙ্গে দেখা যায়নি। অষ্টমীতে একই ঘটনা ঘটালেন আলিয়া। এরপর থেকেই ভক্তদের মনে দুশ্চিন্তা। তবে কি অভিষেক-ঐশ্বরিয়ার পথেই হাঁটছেন রণবীর-আলিয়া?
বিয়ের আগে একসঙ্গেই পূজায় দেখা গেছে রণবীর-আলিয়াকে। সেই সময় অয়নের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করছিলেন তারা। তবে এবার পূজায় তাদের দেখা গেল আলাদা।
সপ্তমীর সকালে ধূসর রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা পরে মণ্ডপে দেখা দেন রণবীর। রানি মুখার্জির সঙ্গে তিনি ছবি তোলেন। উপস্থিত প্রত্যেকেই আশা করেছিলেন, এবার রণবীর সপরিবার আসবেন। কিন্তু তিনি একাই এলেন। তখন থেকেই গুঞ্জন শুরু।
অষ্টমীর সকালে সেই গুঞ্জন আরও জোরালো হলো আলিয়া একা আসায়। তার সঙ্গে না মেয়ে, না স্বামী। মেয়ে ছোট বলে না আনলেও রণবীরকে আশা করেছিলেন সকলেই। আলিয়ার সঙ্গী ছিলেন তার বোন শাহিন। লাল সিকুইন শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন আলিয়া।
বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ আলিয়া-রণবীর। ২০১৮ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং-এর সময় সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে ছিমছাম ভাবে বিয়ে করেন রণবীর-আলিয়া।
সূত্র: আনন্দবাজার









