বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ ইস্পাত মনোরম সৈকত শহর কক্সবাজারে সফলভাবে সম্পন্ন করেছে ‘আকিজ ইস্পাত অদম্য অগ্রযাত্রায় ডিলার কনফারেন্স ২০২৫’।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই জাঁকজমকপূর্ণ আয়োজনে আকিজ ইস্পাতের ডিলারগণ অংশগ্রহণ করেন, যেখানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের সম্মানিত চেয়ারম্যান ফারিয়া হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ, এবং আকিজ ইস্পাত ও আকিজ রিসোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সেরা ২০ জন ডিলারকে তাদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন বলেন, আপনারা শুধু আমাদের ডিলার নন, বরং আকিজ ইস্পাত পরিবারেরই অংশ। আপনাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাই আমাদের উন্নতির মূল চালিকা শক্তি। আশা করি, এই আয়োজন আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং আমাদের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ ডিলারদের ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে কোম্পানির অবিচল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, গুণগত মানে আপোষহীন নীতি আকিজ ইস্পাতে বজায় রাখা হচ্ছে এবং বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে কোম্পানি সর্বোচ্চ সহায়তা ও কৌশলগত দিকনির্দেশনা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আকিজ ইস্পাত এবং আকিজ রিসোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আকিজ ইস্পাত আকিজ রিসোর্সের অন্যতম কৌশলগত ব্যবসায়িক ইউনিট, যা ২০২৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে আকিজ ইস্পাত ফ্যাক্টরিতে সর্বোচ্চ মানের ডিডাব্লিউ৪২০ ও ডিডাব্লিউ৫০০ স্টিল রি-বার উৎপাদন করা হচ্ছে, যা দেশের অবকাঠামো উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে।
আকিজ ইস্পাত অদম্য অগ্রযাত্রায় ডিলার কনফারেন্স ২০২৫ শুধুমাত্র একটি ব্যবসায়িক সম্মেলন ছিল না, বরং এটি ছিল একটি পারস্পরিক সম্পর্কের নতুন মাত্রা তৈরির মিলনমেলা। আকিজ ইস্পাত তার ডিলারদের পাশে থেকে ভবিষ্যতে আরও উন্নত ও কার্যকর সমাধান নিয়ে আসবে, এই প্রতিশ্রুতিতেই সফলভাবে সম্পন্ন হয় এই সম্মেলন।









