খুনের অভিযোগে জেলে বন্দি। অথচ দক্ষিণী অভিনেতা দর্শন থুগুদীপাকে সম্প্রতি জেলের মধ্যে কফির মগ ও সিগারেট হাতে দেখা গেছে। জেলের মধ্যে ‘ফাইভ স্টার ট্রিটমেন্ট’ পাওয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় জেল বদলে দেয়া হয়েছে কন্নড় অভিনেতার।
প্রেমিকা পবিত্রা গৌড়াকে সামাজিক মাধ্যমে অশ্লীল মন্তব্য করায় রেণুকাস্বামী নামের এক ভক্তকে নৃশংসভাবে হত্যা করেন কন্নড় সুপারস্টার দর্শন। এই হত্যাকাণ্ডে তার পাশাপাশি আরও ১৭ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। পবিত্রা গৌড়া সহ দর্শন এতদিন বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ছিলেন। কিন্তু সম্প্রতি জেল থেকে তার কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, খোলা জায়গায় ৩টি চেয়ার ও একটি বেঞ্চ পাতা। দুটো চেয়ার ও বেঞ্চে বসে আছেন তিন ব্যক্তি। একটি চেয়ারে বসা কন্নড় সিনেমার অভিনেতা দর্শন থুগুদীপা। তার এক হাতে সিগারেট অন্য হাতে কফির মগ। চোখে-মুখে আনন্দের হাসি অভিনেতা দর্শনের। জেলের ভেতর অভিনেতাকে ভিডিও কলে ফোনও করতে দেখা যায়।
এই ভিডিও ভাইরাল হতেই ৯ কারা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। অভিনেতাকে বেঙ্গালুরুর সেন্ট্রাল জেল থেকে বেল্লারি জেলে স্থানান্তরিত করা হয়।
যারা দর্শনকে চেয়ার, কফি, সিগারেট সরবরাহ করেছেন, তাদেরকেও সিসিটিভি দেখে সনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে









