কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া রাজারখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে গোলাম কাদের (৭৫) নামে এক ব্যক্তি মারা গেছে। বুধবার ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় রাজারখোলী পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
গোলাম কাদের পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদিঘী এলাকার পুতুন আলীর ছেলে। ২০ বছর শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া রাজারখোলা এলাকার বাসিন্দা।
শিলখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদু ছমদ জানান, গোলাম কাদের বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজারখোলা মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমনের শিকার হন। বন্যহাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রশাসনের সাথে কথা বলে লাশ দাফনের উদ্যোগ নেওয়া হবে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার জানান, ঘটনা শুনেছি। হাতির হাতে মারা গেলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।








