ফ্রান্সের ১৬ বছরের এক কিশোরী ‘স্কার্ফ গেম’ নামের একটি ভাইরাল টিকটক চ্যালেঞ্জ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এটি টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ এর একটি অংশ যাতে অংশ নিয়ে গত এক বছরে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিপজ্জনক এই টিকটক চ্যালেঞ্জটি ছিল অজ্ঞান না হওয়া পর্যন্ত গলায় কাপড় বেঁধে শ্বাস আটকে রাখা। ওই কিশোরী এই চ্যালেঞ্জটিতে অংশ নিয়ে তার বাসাতেই মৃত্যুবরণ করেন।
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জন্মগ্রহণ করেন ক্রিস্টি সিবালি ডমিনিক গ্লোয়ার গ্যাসাইলে নামের এই কিশোরী। তিনি মে মাসে ২৭ তারিখ মারা যান এবং ৭ জুন ফ্রান্সের অরলিন্সে তার বাড়ির কাছে ফ্লেউরি-লেস-অব্রেস কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরকম বিপজ্জনক টিকটক চ্যালেঞ্জ দেখাতে গিয়ে এর আগেও অনেকই মৃত্যুবরণ করেছে।







