গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক করেছেন। এসময় গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় অনির্ধারিত আলোচনাটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। সেখানে কোনো মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। এজন্য ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। এরআগেও সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় এই দুই ব্যক্তি বেশ কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন।
আল জাজিরার সাংবাদিক মাইক হান্না বলেছেন, সর্বশেষ আলোচনা থেকে ‘খুবই কম’ তথ্য বেরিয়ে এসেছে। তবে ধারণা করা হয় কোনো বাধা রয়েছে, যার জন্য ২৪ ঘণ্টা ধরে আলোচনা দুই নেতার গৃহীত আশাবাদী অবস্থানকে ম্লান করে দিচ্ছে।
আলোচনার আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি নেতানিয়াহুর সাথে গাজা নিয়ে “প্রায় একচেটিয়াভাবে” কথা বলবেন। গাজা একটি ট্র্যাজেডি, এটি সমাধান করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমি এটি সমাধান করতে চাই এবং আমার মনে হয় অন্য পক্ষও তা চায়।’
ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কিছুক্ষণ আগে, মধ্যপ্রাচ্যে তার বিশেষ দূত স্টিভ উইটকফ পরামর্শ দিয়েছিলেন, গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে এবং বলেছিলেন, ওয়াশিংটন আশা করে সপ্তাহের শেষের দিকে একটি চুক্তি চূড়ান্ত হবে।
চুক্তিটি ৬০ দিনের যুদ্ধবিরতিতে নিয়ে যাবে। যেখানে দশজন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং নয়জন নিহতকে মুক্তি দেওয়া হবে।









