একই দিনে দেশের আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে চলছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোট ৫টি সিনেমা! এরমধ্যে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ এর অংশ হিসেবে ৪টি পুরনো সিনেমা এবং আয়েশা সিদ্দিকা পরিচালিত নতুন ছবি ‘মন যে বোঝে না’ মুক্তি পেয়েছে!
১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভক্ত অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স।
৭ থেকে ১৩ নভেম্বর এই মাল্টিপ্লেক্সে উদযাপিত হবে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’। এই সপ্তাহে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়, চারটি সিনেমা-ই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। সিনেমাগুলো হলো- ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দ্বারুচিনি দ্বীপ’।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হুমায়ূন সপ্তাহ’-এর সিনেমাগুলোতে বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।
অন্যদিকে একই দিনে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার শাখায় মুক্তি পেয়েছে হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’। আয়েশা সিদ্দিকা পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, তমা মির্জা, তারিক আনাম খান, মনিরা মিঠু, হাসান মাসুদ, রেহানা জনি, কাবিলা (হুমায়ুন কবির) প্রমুখ।









