‘নাটকের মানের চেয়ে ভিউ গুরুত্বপূর্ণ’র এই সময়ে যারা এখনও গল্প কিংবা নির্মাণ কৌশলকেই প্রধান মনে করেন, তরুণ নির্মাতাদের মধ্যে এই সংখ্যা হাতে গোণা। এমন হাতে গোণাদের একজন ‘লিফলেট’খ্যাত নির্মাতা সেরনিয়াবাত শাওন।
কয়েক শতাধিক নাটকের ভিড়ে এই নির্মাতা এবারের ঈদুল ফিতরে ৫টি নতুন নাটক নিয়ে উপস্থিত হচ্ছেন! যদিও শাওন মনে করেন, ভালো কাজ করে কখনোই আশাহত হতে হয়নি। দেরীতে হলেও সেই নির্মাণটি তার সঠিক গন্তব্য এবং দর্শকের কাছে পৌঁছে যায়!
শাওনের অতীত নির্মাণে দেখা গেছে, তিনি নাটকে তুলে ধরেন সমকালের নানা শ্রেণিপেশার মানুষের জীবনঘনিষ্ঠ গল্প। রোদে পোড়া-বৃষ্টিতে ভেজা শহরের গল্প। কখনও তার গল্পের নায়ক হিসেবে স্থান করে নেন বাসে-বাসে ক্যানভাস করে বেড়ানো লোকটি। নতুন টাকা বিক্রি করা মতিন গুরুত্ব পান তার নাটকে। কখনও বা কান পরিষ্কার করে সংসার চালানো আলতাফ হয়ে উঠেন তার নাটকের গল্পের প্রধান চরিত্র। কিংবা অর্থের বিনিময়ে রান্না করে মানুষকে খাওয়ানো মল্লিকার মতো খেটে খাওয়া মানুষটিও।
তবে এই ঈদে ট্রেন্ডি কাজও দেখা যাবে শাওনের নির্মাণে। ৫টি নাটকের মধ্যে দুটি দেখা যাবে টেলিভিশন পর্দায়, বাকি তিনটি নাটক থাকছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে।
এরমধ্যে খায়রুল বাসার ও কেয়া পায়েল জুটিকে নিয়ে নির্মিত ‘শেফালী ফুলের নামে’ নাটকটি বাংলাভিশনে দেখা যাবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ১০ মিনিটে এবং তানজিন তিশা ও জুনায়েদ বোগদাদীকে নিয়ে নির্মিত ‘আমরণ বিয়েশন’ এনটিভিতে দেখানো হবে ঈদের দিন রাত ৭টা ৫৫ মিনিটে।
এছাড়াও খায়রুল বাসার ও কেয়া পায়েল জুটিকে নিয়ে আরেকটি নাটক ‘ভালোবেসে’ দেখা যাবে ইউটিউব চ্যানেল ভ্যাজুয়ালসিন এন্টারটেইনমেন্ট এর চ্যানেলে। একই ইউটিউবে দেখা যাবে আরেক নাটক ‘মন জানাল’। এটি জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং সাফা কবির। অন্য নাটকের নাম ‘ভালোবেসে যাবো’, এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। এটি দেখা যাবে সিনেমেট্রোতে।







