ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন। এরমধ্যে ঈদের চতুর্থ দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
সিনেমা
ঈদের চতুর্থ দিন (বৃহস্পতিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় থাকছে সিনেমা ‘শেষ বাজি’। ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।
টেলিফিল্ম
‘খেয়ালি বাতাস‘। রচনা মানস পাল। পরিচালনায় গোলাম হাবিব লিটু। অভিনয়ে মীর সাব্বির, শবনম ফারিয়া প্রমুখ। প্রচার হবে বিকাল ২টা ৩০ মিনিটে।
একই দিন বিকেল সাড়ে ৪টায় থাকছে টেলিফিল্ম ‘বাটপারের বউ’। রচনা ও পরিচালনা রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে জাহের আলভী, অহনা প্রমুখ।
নাটক
নাটক ‘ঈদ ভ্যাকেশন’। গল্প ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল, মুনিরা মিঠু, জয়রাজ, ছোয়া শরিফুল প্রমুখ। প্রচার রাত ৭টা ৫০ মিনিটে।
একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘প্রিন্সেস ডায়না’। রচনা মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সাবিলা নূর, প্রার্থ শেখ, তারিক আনাম খান প্রমুখ।









