গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৪০ জন ও জেলা পুলিশের অভিযানে ৮ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলায় তাদের আটক করে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মেট্রোপলিটন ও জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতরাত থেকে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এনিয়ে এখন পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের মোট ৩০৯ জনকে আটক করা হয়েছে।









